ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু হামলার আশঙ্কা বাড়ছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
পরমাণু হামলার আশঙ্কা বাড়ছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন, রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’ ও প্রথমে কখনো পরমাণু হামলা চালাবে না।

বুধবার (৭ নভেম্বর) রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর বিবিসি।

মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করবে। যদিও পশ্চিমারা বিশ্বাস করেন, পুতিন দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন।

মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে পুতিন বলেন, এ ধরনের হুমকি বাড়ছে। এটি লুকিয়ে রাখা ভুল হবে।

তবে তিনি জোর দিয়েছেন যে রাশিয়া কোনো অবস্থাতেই প্রথমে অস্ত্র ব্যবহার করবে না। দেশটির পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকিও দেওয়া হবে না।

পুতিন বলেন, আমরা পাগল হয়ে যাইনি। পারমাণবিক অস্ত্র সম্পর্কে আমরা সচেতন আছি।

পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া অনেক এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭, ডিসেম্বর ০৮, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।