ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০০৮ সালের পর জন্ম হলে সিগারেট কেনা নিষিদ্ধ!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
২০০৮ সালের পর জন্ম হলে সিগারেট কেনা নিষিদ্ধ!

নিউজিল্যান্ডে ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ কখনও সিগারেট কিনতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করে এমন একটি আইন পাস করেছে নিউজিল্যান্ড।

এতে করে ধাপে ধাপে নিউজিল্যান্ডে ধূমপায়ীর সংখ্যা শূন্যে নেমে আসবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ড আগামী বছর থেকে প্রায় সম্পূর্ণরূপে তামাক নিষিদ্ধ করবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত যে আইনটি পাস করা হয়েছে, তার অর্থ হলো- নিউজিল্যান্ডে ২০০৮ সালের পরে জন্ম নেওয়া কেউ আর কখনওই সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না।

এর মানে হচ্ছে, তামাক কিনতে সক্ষম বা অনুমতি আছে এমন লোকের সংখ্যা প্রতি বছর কমতে থাকবে। উদাহরণস্বরূপ বলা যায়, ২০৫০ সালের মধ্যে ৪০ বছর বয়সীরা সিগারেট ক্রয় যোগ্য বলে বিবেচিত হবে না।

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল দেশটির পার্লামেন্টে এই বিলটি উত্থাপন করেছিলেন। তিনি বলছেন, এ আইন পাশের ফলে হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করবে এবং ধূমপানের কারণে সৃষ্ট অসুস্থতার চিকিৎসার প্রয়োজন হবে না। ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পাঁচ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বাঁচাতে পারবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।