ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দাম বেঁধে দেওয়া দেশগুলোতে তেল বিক্রি করবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
দাম বেঁধে দেওয়া দেশগুলোতে তেল বিক্রি করবে না রাশিয়া

ইউক্রেনে হামলার কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম বেঁধে দিয়েছিল। এর জবাবে এবার ওইসব দেশ ও কোম্পানির কাছে তেল বিক্রিই নিষিদ্ধ করে দিল মস্কো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তারা ওই পদক্ষেপের কথা ঘোষণা করেছে। বিবিসি জানিয়েছে, দেশগুলোতে তেল বিক্রি নিষিদ্ধ করে একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়েছে, পুতিনের বিশেষ সিদ্ধান্তে পৃথক পৃথক ক্ষেত্রে তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

বিশ্বের প্রধান শক্তিগুলোর জোট জি-৭, ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রেলিয়া চলতি মাসে রাশিয়ার সাগর থেকে তোলা অপরিশোধিত তেলের দাম বেঁধে দেয় ব্যারেল প্রতি ৬০ ডলার।

রাশিয়া যেন উচ্চমূল্যে তৃতীয় দেশগুলোর কাছে তেল বিক্রি করতে না পারে, সেজন্যই পশ্চিমা দেশগুলো এ দাম বেঁধে দিয়েছিল।  এর মাধ্যমে দেশগুলো রাশিয়ার রাজস্বও হ্রাস করতে চেয়েছিল।

রাশিয়া দৃঢ়ভাবে বলছে, তারা নতুন ক্রেতা খুঁজে নিতে পারবে। মূল্য বেঁধে দেওয়ার কোনো প্রভাবই পড়বে না।

এ বিষয়ে তেল ও গ্যাস বিশেষজ্ঞ ভাইচেস্লাভ মিশচেনকো বলেছেন, পুতিনের এ নির্দেশের ফলে বাজারে দ্রুত তেলের দাম বেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।