ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল বেলারুশ

নিজেদের ভূখণ্ডে ইউক্রেনের একটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশ। গতকাল ইউক্রেন জুড়ে রাশিয়া যখন ভারি বিমান হামলা চালায়, তখনি গুলি করে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে বেলারুশ।

বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে একটি মাঠে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখা গেছে। ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম বেলারুশ ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল।

এ ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছে মিনস্ক।

বার্তা সংস্থা রয়টার্সকে বেলারুশ মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেছেন, বেলারুশ ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে মনে করে।

তিনি ইউক্রেনকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জবাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ঘটনার তদন্তে সহায়তার জন্য রাশিয়া সমর্থন করে না এমন দেশগুলোর বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত ইউক্রেন।

বেলারুশ জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ব্রেস্ট অঞ্চলের হারবাচা গ্রামের কাছে ক্ষেপণাস্ত্রটি পড়েছিল।

রেডিও ফ্রি ইউরোপকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আমাদের কাঁপছিল।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।