চীনে বেড়েই চলছে করোনার সংক্রমণ। রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলো।
এদিকে মহামারি মোকাবিলায় ঐক্যের ডাক দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, মহামারির নতুন ধাপে প্রবেশের সঙ্গে সঙ্গে ভাইরাস মোকাবিলায় আরও প্রচেষ্টা ও ঐক্যের ডাক দিয়েছেন শি। তিনি বলেছেন, ‘বর্তমানে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। ’
শি বলেন, ‘আমরা এখনও সংগ্রাম করে যাচ্ছি। সবাই কঠোর পরিশ্রম করছে। আসুন আরও কঠোর পরিশ্রম করি। অধ্যবসায় মানে বিজয়, আর ঐক্য মানেই বিজয়। ’
তিনি আরও বলেন, ‘মহামারি প্রাদুর্ভাবের পর থেকে…প্রশাসনের কর্মী, জনসাধারণ বিশেষ করে চিকিৎসা কর্মীরা ব্যাপক কষ্ট সহ্য করেছেন। সাহসের সঙ্গে তারা কাজ করছেন। ’
বিক্ষোভের মুখে তিন সপ্তাহ আগে করোনা বিধিনিষেধ শিথিল করে শি জিনপিং প্রশাসন। এরপরেই প্রথমবারের মতো করোনার বিষয়ে জনসম্মুখে কথা বললেন চীনা প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমএইচএস