ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আগেভাগেই মার্কেট-শপিং মল বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
পাকিস্তানে আগেভাগেই মার্কেট-শপিং মল বন্ধের নির্দেশ

পাকিস্তান সরকার সেই দেশের শপিং সেন্টার ও মার্কেট প্রতিদিন আগে আগেই বন্ধ করার নির্দেশ দিয়েছে। দেশটি চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

বিবিসি।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এই পদক্ষেপের ফলে পাকিস্তানের ৬২ বিলিয়ন পাকিস্তানি রুপি (২৭৪.৩ মিলিয়ন ডলার) বাঁচবে।

পাকিস্তানে শক্তির বেশিরভাগই উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানি থেকে। গত বছরের শেষে বিশ্বে জালানির দাম লাগামছাড়া হয়। ক্ষয়িষ্ণু আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানের ওপর এটি আলাদা চাপ সৃষ্টি করেছে।

জ্বালানি আমদানি করতে দেশটির প্রয়োজন বিদেশি মুদ্রা, বিশেষ করে ডলার।

গেল মাসে পাকিস্তান সরকারের হাতে রিজার্ভ ছিল ১১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। গেল বছর রিজার্ভের পরিমাণ ৫০ শতাংশে নেমে যায়
 
এই পরিমাণ অর্থ দিয়ে দেশটি এক মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে। এর বেশিরভাগই খরচ হবে জ্বালানিতে।

খাজা আসিফ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, শপিং মল ও মার্কেট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ করতে হবে। সরকারি দফতরগুলোতে ৩০ শতাংশ বিদ্যুৎ খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।