পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় জন একই পরিবারের।
বুধবার (৪ জানুয়ারি) মধ্য সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল শাবাবের দুটি গাড়ি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
সোমালিয়ার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাহাস শহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আল শাবাব মূলত আল কায়েদার সহযোগী সংগঠন।
সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেছেন, ‘নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ’
মরদেহের বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী আদান হাসান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি একটি ভয়ঙ্কর হামলা ছিল। ’
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এমএইচএস