ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাশিয়া তাদের পরিকল্পনা অনুসারে এগোতে পারছে না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
‘রাশিয়া তাদের পরিকল্পনা অনুসারে এগোতে পারছে না’ ইউক্রেনীয় সেনাবাহিনীর উপ-প্রধান ওলেক্সি হরোমভ

ইউক্রেন অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার জায়গায় নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

তিনিই এখন পুতিনের বিশেষ অভিযানের নেতৃত্ব দেবেন।

এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়া তাদের পরিকল্পনা অনুসারে এগোতে পারছে না। এ কারণে তারা নতুন কমান্ডার নিয়োগ করেছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর উপ-প্রধান ওলেক্সি হরোমভ বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করছি, ধারাবাহিকভাবে রাশিয়া কমান্ডার পরিবর্তন করে যাচ্ছে।

ইউক্রেনের প্রধান অভিযানিক দপ্তরের এই কর্মকর্তা সংবাদ সম্মেলনে আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে রাশিয়া এভাবে বার বার তাদের কমান্ডার পরিবর্তন করতো না। তাদের সর্বশেষ পরিবর্তন সর্বপ্রথম ইঙ্গিত দেয় যে, রুশ সেনা র‍্যাংকের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থাপনা পদ্ধতির (ম্যানেজমেন্ট সিস্টেম) সমন্বয় প্রয়োজন।

রুশ কমান্ডাররা যেভাবে চাচ্ছেন, সেভাবে সবকিছু হচ্ছে না। ভবিষ্যতে আবার কী হয় আমরা তা দেখব।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।