ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৭২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
৭২ আরোহী নিয়ে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্স।

খবর এনডিটিভি।  

এনডিটিভি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। নতুন ও পুরোনো বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা এএফপিকে বলেন, জানি না এখনও কেউ বেঁচে আছে কি না।  

উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে গাছে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা তা নেভাতে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।  

উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।