ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌথ বিমান মহড়ার ঘোষণা দিল রাশিয়া-বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
যৌথ বিমান মহড়ার ঘোষণা দিল রাশিয়া-বেলারুশ

রাশিয়ার সঙ্গে যৌথভাবে বিমান মহড়া শুরুর ঘোষণা দিয়েছে বেলারুশ। ১৬ জানুয়ারি থেকে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ জানুয়ারি থেকে দুই দেশের যৌথ মহড়া শুরু হবে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশটির বিমানবাহিনী ও সব ঘাঁটি এই মহড়ায় যুক্ত থাকবে।

এরই মধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে মস্কো বলছে, এই মহড়া হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। এতে অংশ নিতে রাশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সি পোলিশচুক বলেছেন, প্রতিরোধের অংশ হিসেবে বেলারুশের সঙ্গে যৌথ মহড়ার আয়োজন করেছে রাশিয়া। মহড়া আক্রান্ত হলে ইউক্রেন সংঘাতে বেলারুশ জড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে বেলারুশের নিরাপত্তা পরিষদের দাবি, মহড়ায় সম্ভাব্য হামলা কিভাবে নস্যাৎ করে দেওয়া যায়, তার ওপর জোর দেওয়া হবে। ইউক্রেনের যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে তারা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।