ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ড সীমান্তে যুক্তরাষ্ট্র-ইউক্রেন জেনারেলের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
পোল্যান্ড সীমান্তে যুক্তরাষ্ট্র-ইউক্রেন জেনারেলের বৈঠক

ইউক্রেনের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল ভ্যালেরি জালুঝনির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি)  ইউক্রেনের সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের একটি অজ্ঞাত স্থানে তারা এই বৈঠক করেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই তাদের প্রথম সরাসরি বৈঠক।

কয়েক ঘণ্টার এই বৈঠকে দুই দেশের কর্মকর্তারা নিজদের বিভিন্ন সামরিক বিষয় নিয়ে কথা বলেন।

মিলির মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেছেন, ‘দুই জেনারেল এক বছর ধরে নিয়মিত কথা বলছেন। তাদের ব্যক্তিগতভাবে দেখা করা গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে তারা একে অপরকে জানতে পেরেছেন। ’

তিনি বলেন, ‘তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যে প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থা গড়ার চেষ্টা করছে সে সম্পর্কে বিশদভাবে কথা বলেছেন। ’

বাটলার বলেন, আশা ছিল যে জালুঝনি এই সপ্তাহে ন্যাটো ও অন্যান্য প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে বৈঠকের জন্য ব্রাসেলসে যাবেন। কিন্তু যখন সোমবার পরিষ্কার হয়ে গেল যে, এটা ঘটবে না। তাই মিলি ও জালুঝনি দ্রুত সীমান্তের কাছে পোল্যান্ডে দেখা করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ