ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘এটি যুদ্ধের ফল’, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
‘এটি যুদ্ধের ফল’, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় জেলেনস্কি

রাজধানী কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যুর পর এ বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শোক প্রকাশ তিনি বলেছেন, ‘যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না।

এটি যুদ্ধের ফল। ’

বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি এ কথা বলেন।

এ ঘটনার সঙ্গে ইউক্রেন রাশিয়ার জড়িত থাকার দাবি করেনি। তবে জেলেনস্কি ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামকে বলেছেন, যুদ্ধের কারণেই এমন ঘটনা ঘটেছে।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন।

৪২ বছর বয়সী এই মন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্ত্রিসভার বিশিষ্ট একজন সদস্য। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে জনগণকে জানাতে অন্যতম ভূমিকা পালন করেন।  

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহর ক্লিমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।