ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোয় গণকবরে মিলল ৪৯ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:২৯ পিএম, জানুয়ারি ১৯, ২০২৩
কঙ্গোয় গণকবরে মিলল ৪৯ মরদেহ

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) এক গণকবর থেকে শিশুসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করেছে শান্তিরক্ষীরা। নিহতরা মিলিশিয়ার সঙ্গে চরমপন্থি গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের শিকার বলে ধারণা করা হচ্ছে।

ডয়েছে ভেলেআল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, কঙ্গোয় শান্তিরক্ষীরা একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালায়। ধারাবাহিক এ হামলার পর ৪৯ বেসামরিকের মরদেহ পাওয়া যায়।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, কঙ্গোর বুনিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পূর্বে উত্তর-পূর্ব ইতুরি প্রদেশের দুটি গ্রামে থাকা গণকবরে মরদেহগুলো পাওয়া যায়। অঞ্চলটি উগান্ডার সীমান্তের কাছে।

গত সপ্তাহের শেষ দিকে বেসামরিক নাগরিকদের ওপর কোডেকো মিলিশিয়াদের হামলার খবর পাওয়া যায়। এর পরপরই শান্তিরক্ষীরা ওই এলাকায় টহল শুরু করে বলেও জানান তিনি। ওই হামলায় নিহতের ঘটনাটি ঘটে কিনা, সে সূত্র খুঁজে বের করা হচ্ছে বলেও উল্লেখ করেন ফারহান হক।

ইতুরি প্রদেশের নিয়ামাম্বা গ্রামে একটি গণকবরে ছয় শিশুসহ ৪২ জনের মরদেহ পাওয়া যায়। পাশের এমবোগি গ্রামে মেলে সাতজনের মৃতদেহ।

ফারহান হক কো-অপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো নামে একটি সশস্ত্র গোষ্ঠীর নাম উল্লেখ করে বলেন, বেসামরিক মানুষের ওপর হামলার জন্য গোষ্ঠীটি জড়িত থাকতে পারে। এ ঘটনায় তদন্তের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। মনুজকো নামে পরিচিত জাতিসংঘের আঞ্চলিক শান্তিরক্ষা মিশন তদন্তের জন্য কঙ্গোলিজ বিচার ব্যবস্থাকে সহায়তা করছে। অপরাধীদের বিচারের আওতায় আনতেও আহ্বান জানিয়েছে মনুজকো।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকজন নারী অপহৃত হয়েছে কঙ্গোয়। এ ছাড়া বেশ কয়েক মাস ধরে দেশটিতে সংঘর্ষও বেড়েছে। গত দেড় মাসে নিহত হয়েছেন ১৯৫ জন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এমজে

বাংলাদেশ সময়: ৪:২৯ পিএম, জানুয়ারি ১৯, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।