ইউক্রেনে সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আর তাই এ হামলার ব্যাখ্যা জানতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
কানাডা বুধবার (১৮ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে। এ নিয়ে গত এক বছরে চতুর্থবারের মতো রাষ্ট্রদূত ওলেগ স্টেপানোভকে তলব করে দেশটি।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, নিরপরাধ নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরতা আমরা কোনোভাবেই সহ্য করব না।
শনিবার দিনিপ্রো অঞ্চলের একটি ভবনে হামলা হয়। এতে নিহত হন ছয় শিশুসহ প্রায় ৪৫ ইউক্রেনীয়।
দিনিপ্রো শহর কাউন্সিল জানিয়েছে, ওই দিনের হামলায় ৯ তলা ভবনের প্রায় ৭২টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। প্রায় চার হাজার বাসিন্দা ছিল সেখানে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
জেডএ