ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

সিট বেল্ট না পরায় ক্ষমা চাইলেন সুনাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
সিট বেল্ট না পরায় ক্ষমা চাইলেন সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাড়িতে সিট বেল্ট না পরার জন্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ক্ষমা চেয়েছেন। চলন্ত গাড়িতে সিট বেল্ট না পরে বসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এপি।

সুনাকের একজন মুখপাত্র বলেছেন, উত্তর-পশ্চিম ইংল্যান্ডে সফরের সময় সরকারি গাড়ির পেছনে বসে ইনস্টাগ্রাম মেসেজ রেকর্ড করার সময় তিনি একটি ভুল করেছিলেন।  

জেমি ডেভিস নামে ওই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন যে, এটি ভুল ছিল। এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, গাড়িতে প্রত্যেকের সিট বেল্ট পরা উচিত।

যুক্তরাজ্যে সিট বেল্ট না পরা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।