ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দেশীয় কার্ড স্কিম চালু করেছে নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ২৭, ২০২৩
দেশীয় কার্ড স্কিম চালু করেছে নাইজেরিয়া ছবি: সংগৃহীত

বৈদেশিক লেনদেনের ফি বাঁচাতে ও ক্যাশলেস সোসাইটি গঠনে নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক মাস্টারকার্ড এবং ভিসার মতো আফ্রিগো নামে দেশীয় কার্ড স্কিম চালু করেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গডউইন এমফিয়েল এ ঘোষণা দিয়েছেন।

২০২১ সালের অক্টোবর আফ্রিকার প্রথম ডিজিটাল মুদ্রা, ই-নাইরা চালু হওয়ার পর এ ঘোষণা আসলো।

গভর্নর ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, নাইজেরিয়াতে আফ্রিগ্রো স্কিম কার্ডে পেমেন্টের ক্ষেত্রে অনুপ্রবেশ কয়েক বছর ধরে বেড়েছে, তবুও অনেক নাগরিককে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চীন, রাশিয়া, ভারত এবং তুরস্কের সঙ্গে যুক্ত হয়ে নাইজেরিয়া এ কার্ড চালু করে। আফ্রিগো কার্ডটির মালিকাধীন নাইজেরিয়ার কেন্দ্রীয় ও অন্যান্য ব্যাংক।

আফ্রিগো দেশীয় গ্রাহকদের সাশ্রয়ী করার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প অবস্থান তৈরি করবে বলেও যোগ করেন গভর্নর।  

নাইজেরিয়া, আফ্রিকার বৃহত্তম অর্থনৈতিক দেশ। দেশটিতে ২০০ মিলিয়নেরও বেশি লোক রয়েছে। যাদের বেশিরভাগই এখনও নগদ অর্থ ব্যবহার করেন। দেশটির গ্রামীণ অঞ্চলে কোনো ব্যাংক নেই।

প্রত্যন্ত অঞ্চলকে এ প্রক্রিয়ার আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে প্রচারণা চালায়। ‘নাইরা’র একটি নতুন নকশাকৃত সংস্করণ চালু করে মুদ্রা অদলবদল কর্মসূচি চালু করার ঘোষণা দেয়।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।