যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।
শনিবার সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, লস এঞ্জেলসের পার্শ্ববর্তী ভেবারলি ক্রেস্টে একটি ভাড়া বাড়িতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
লস এঞ্জেলসের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান ফ্রাঙ্ক প্রেসিয়াদো বলেন, ‘এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো একটি গাড়ির ভেতরে ছিল। ’
পুলিশের মুখপাত্র ব্রুস বরিহানাহ বলেন, ‘আহত দুই জনকে ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। বাকিদের অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে। ’
হামলায় হতাহতদের বয়স, তারা নারী না পুরুষ, সেখানে কী হচ্ছিল এসব বিষয়ে কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ।
এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বরিহানাহ। তিনি বলেন, ‘ওই ভাড়া বাড়িতে কোনো পার্টি বা জনসমাগম হয়েছে কি না তা এখনও জানা যায়নি। কে বা কারা হামলা চালিয়েছেন তাও নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজন হামলাকারীকে খোঁজা হচ্ছে। ’
চলতি মাসে এখন পর্যন্ত চারটি বন্দুকধারীর হামলা ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, টানা তিন বছরে যুক্তরাষ্ট্র জুড়ে ৬০০ এর বেশি বন্দুকধারীর হামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএইচএস