ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

৫২ ঘণ্টা চাপা থেকে উদ্ধার ৮ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
৫২ ঘণ্টা চাপা থেকে উদ্ধার ৮ বছরের শিশু

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে হতাহত হয়েছেন।

 

সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। আজও (বুধবার) উদ্ধারকাজ চলছে।  

অনেক দেশ তুরস্ক ও সিরিয়ায় সহায়তা সামগ্রী পাঠাচ্ছে। উদ্ধারকারী অনেক দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।

সোমবারের ভূমিকম্পে ধ্বংস হওয়া ভবনের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারে আশা ক্ষীণ। তবুও কাউকে কাউকে জীবিত উদ্ধার করছেন উদ্ধারকারীরা।  

ধ্বংসস্তূপের ভেতর পর্যন্ত পৌঁছানো বেশ দুরূহ। পাশাপাশি প্রতিকূল আবহাওয়াও রয়েছে। তবুও উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর মধ্যেই উদ্ধারের একটি অভিযান সফল হলো। হাতায় প্রদেশে ভেঙে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তুর্কি এক শিশুকে বের করে আনা হয়েছে।

ভূমিকম্পের ৫২ ঘণ্টা পর ইজিত চাকমাক নামে শিশুটিকে বের করে আনা হয়। উদ্ধারের পর তার মুখে ছিল হাসি। তাকে মায়ের কোলে তুলে দেওয়া হয়। তার মা তখন কাঁদছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।