বিভিন্ন সময় বৃষ্টিতে ভেসেছে পশ্চিমবঙ্গের কলকাতা। এ বছর শীত পেরিয়ে বসন্ত চললেও এক ফোঁটা বৃষ্টির দেখা পায়নি শহরটি।
কলকাতায় শেষবার বৃষ্টি হয়েছিল ২০২২ সালের ২৬ অক্টোবর। তারপর থেকে ১৩৬ দিন ধরে বৃষ্টির ছোঁয়া পায়নি শহরবাসী। শীতকালের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত বৃষ্টির যে ব্যবধান, তা ১৭ বছরে সর্বোচ্চ বলে উঠেছে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যানে।
আবহাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ ও ২০০৬ সালে শীতকালের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত ১৭২ দিন কলকাতার কপালে বৃষ্টি জোটেনি। এবার সেটা ইতোমধ্যে ১৩৬ দিনে ঠেকেছে।
তবে ২০০৫-০৬ সালের রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা এবার নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তারা বলেছেন, শিগগিরই কলকাতায় সামান্য হলেও বৃষ্টি হতে পারে। তবে তাতে কতটা সুরাহা মিলবে, তা নিয়ে সন্দেহ আছে।
আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আজ (শুকবার) বা আগামীকাল পশ্চিমের জেলাগুলোতে কালবৈশাখীর হালকা সম্ভাবনা আছে। তবে সেই কালবৈশাখীতে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমএইচএস