ইয়োশিকাজু হিগাশিতানি, নেট দুনিয়ায় তিনি গাসি নামে নামে পরিচিত। তিনি জাপানের পার্লামেন্টের একজন সদস্য।
১৯৫০ সাল থেকে এ পর্যন্ত জাপান দুজন এমপিকে বহিষ্কার করেছে। তবে টানা অনুপস্থিত থাকার জন্য তিনিই প্রথমবারের মতো বহিষ্কৃত হলেন।
বিরোধী দল সেইজিকা জোশি ৪৮ বা পলিটিক্যাল গার্লস ৪৮ থেকে নির্বাচিত দুজনের একজন হিগাশিতানি। আগে এই দলের নাম ছিল এনএইচকে পার্টি।
২০২২ সালের জুলাইয়ের পর থেকে তিনি একটি সেশনেও যোগ দেননি। নো-শো এমপি ডাকনামধারী এই ব্যক্তি সাবেক ব্যবসায়ী ও ইউটিউবার। তারকাগল্পের ভিডিওর কারণে তিনি বিখ্যাত।
তিনি দুবাইয়ে রয়েছেন। তার দাবি, জাপানে ফিরে গেলেই তাকে গ্রেফতার করা হবে। তার ইউটিউব ভিডিওতে কয়েকজন জাপানি তারকার মানহানি করা হয়েছে- এমন অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি।
গেল সপ্তাহে পার্লামেন্ট হিগাশিতানিকে টোকিও চেম্বারে এসে সশরীরে ক্ষমা চাইতে বলে। এটিই তার শেষ সুযোগ ছিল।
এর বিপরীতে ইউটিউব চ্যানেলে তিনি ঘোষণা দেন যে, তিনি তুরস্কে গিয়ে সেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে তার বেতন দিয়ে দেবেন।
তার দলের আরেক সদস্য হামাদা সাতোশি যুক্তি দেন, অধিবেশনে অনুপস্থিত থাকার কারণে তাকে বহিষ্কার করা অবৈধ।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএইচ