ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
সৌদি সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ মোহাম্মদ বিন সালমান। তার এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

রোববার (১৯ মার্চ) ইরানের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আল-জাজিরার খবর।

সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি চুক্তি হয়েছে। এই চুক্তিকে স্বাগত জানিয়ে ইব্রাহিম রাইসিকে চিঠি দিয়েছেন বাদশাহ সালমান। চিঠিতে তাকে সৌদি সফরেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এক টুইট বার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিকবিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিহিডি এ তথ্য নিশ্চিত করেছেন।

পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে সম্প্রতি রাজি হয়েছে সৌদি আরব ও ইরান। এর অংশ হিসেবে দেশ দুটিতে আগামী ৬০ দিনের মধ্যে দূতাবাস চালু হবে।

গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে আলোচনার পর সৌদি আরব ও ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান রোববার সাংবাদিকদের বলেন, দুই দেশ তাদের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে বসতে সম্মত হয়েছে।

তিনি যোগ করেন, আলোচনার জন্য তিনটি স্থানের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সেগুলো কোথায় তা উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।