ভ্লাদিমির পুতিনের সমালোচনাকারী এক রাশিয়ান পপ শিল্পী বরফ জমা ভোলগা নদী পার হতে গিয়ে মারা গেছেন। নিউইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে।
৩৫ বছর বয়সী ওই শিল্পীর নাম দিমা নোভা, আস নাম দিমিত্রি সিভিরজুনভ। তিনি জনপ্রিয় সংগীত দল ক্রিম সোডার প্রতিষ্ঠাতা।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৯ মার্চ ভাই ও তিন বন্ধুর সঙ্গে ভোলগা নদী পার হওয়ার সময় বরফের নিচে ডুবে যান। দুই বন্ধুকে বরফের নিচ থেকে উদ্ধার করা হয়। তৃতীয়জন মানে দিমা নোভা অ্যাম্বুলেন্সে মারা যান।
দিমা নোভা নিজের যে গানে পুতিনের সমালোচনা করেন, সেটি রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলনে জাতীয় সংগীতের মতো ব্যবহৃত হতো।
তার জনপ্রিয় ও বিতর্কিত গানের নাম ‘অ্যাকুয়া ডিস্কো’। ইউক্রেনে হামলা নিয়ে মস্কোয় আন্দোলনে গানটি এখনো প্রায়ই গাওয়া হয়।
নোভা তার এই গানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বাড়ি নিয়ে সমালোচনা করেন। এই গানের নামে আন্দোলনটি ডিস্কো পার্টিস নামেও পরিচিত।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আরএইচ