দুটি ব্যাংকে ধস নামার পর অস্থির অবস্থায় যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত। এ পরিস্থিতিতে নতুন করে সুদহার বাড়ালে ব্যাংকিং খাতে আরও অস্থিরতা দেখা দিতে পারে— এমন শঙ্কা থাকা সত্ত্বেও আবারও সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
ফেডারেল রিজার্ভ সুদের হার নতুন করে ০ দশমিক ২৫ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, ব্যাংকিং খাত শক্ত অবস্থানে আছে।
তবে তারা সতর্ক করে বলেছে যে, যেসব ব্যাংক বন্ধ হয়ে গেছে আগামী কয়েক মাসে সেগুলোর বিরূপ প্রভাব পড়তে পারে।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, ফেড তার মুদ্রাস্ফীতির লড়াইয়ে মনোনিবেশ করেছে।
জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে গত বছর থেকেই সুদহার বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্রের ব্যাংক। কিন্তু গত বছর থেকে সুদের হারের তীব্র বৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে।
সুদহার বাড়ায় চলতি মাসেই সিলিকন ভ্যালি এবং সিগনেচার নামে দুটি মার্কিন ব্যাংকে ধস নামে। ব্যাংকগুলো যেসব বন্ড কিনে রেখেছে, আশঙ্কা করা হচ্ছে সুদহার বৃদ্ধির কারণে সেসব বন্ডের দাম কমে যাবে।
এদিকে গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তার মূল সুদের হার ০ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে।
অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ড আজ (২৩ মার্চ) তার নিজস্ব সুদের হারের সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএইচএস