ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রমজানের শুরুতেই ইসরায়েলের হামলায় ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
রমজানের শুরুতেই ইসরায়েলের হামলায় ফিলিস্তিনির মৃত্যু

প্রথম রমজানেই ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) তুলকারেম শহরে এ ঘটনা ঘটেছে।

এমন খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম আমির আবু খাদিজেহ।

গত এক বছরে পশ্চিম তীরে সক্রিয় হওয়া বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি তুলকারেম ব্রিগেড। আবু খাদিজেহ এ সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন। আবু খাদিজেহ যে বাড়িতে ছিলেন ওই বাড়ির মালিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। অথচ গত রোববার এক বৈঠকে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় তারা। এসময় গুলিতে ওই ব্যক্তি নিহত হন।

গত রমজানেও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গত এক বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে বন্দুক হামলায় ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।