মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিলুপ্তির ঘোষণা দিয়েছে।
রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে আল জাজিরা বলছে, নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, নতুন নির্বাচন আইন অনুযায়ী পুনঃনিবন্ধনে ব্যর্থ হওয়ায় এনএলডি বিলুপ্ত হয়ে গেছে।
মঙ্গলবার নতুন আইন অনুযায়ী পুনঃনিবন্ধনের ব্যর্থতায় বিলুপ্ত হওয়া ৪০টি রাজনৈতিক দলের একটি হলো নোবেল বিজয়ী সু চির এনএলডি।
মিয়াওয়াদি টিভির রাতের সংবাদে বলা হয়েছে, এনএলডি সেইসব দলের মধ্যে রয়েছে, যেগুলো নির্বাচনের জন্য আসেনি। এসব দল স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে গেছে। এনএলডি ঘোষণা দিয়েছিল যে, অবৈধ নির্বাচনে তারা লড়বে না।
২০২০ সালের পার্লামেন্টারি নির্বাচনে জয় পায় এনএলডি। কিন্তু ২০২১ সালে সামরিক ক্যুয়ের ফলে ক্ষমতা যায় সেনাবাহিনীর হাতে।
৭৭ বছর বয়সী সু চির মোট ৩৩ বছরের সাজা হয়েছে। তার সমর্থকরা বলে থাকেন, রাজনীতি থেকে দূরে রাখতেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরএইচ