ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশের উপস্থিতিতে ইহুদি বসতি স্থাপনকারীদের আল-আকসায় প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
পুলিশের উপস্থিতিতে ইহুদি বসতি স্থাপনকারীদের আল-আকসায় প্রবেশ

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছে বেশ কয়েকজন ইহুদি বসতি স্থাপনকারী।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) তারা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে মসজিদে প্রবেশ করে।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ফজরের নামাজের জন্য ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মসজিদে প্রবেশে বাধা দেওয়ায় শত শত ফিলিস্তিনি আল-আকসার আশপাশে ফজরের নামাজ আদায় করেছেন।

এর কয়েক ঘণ্টা আগে মসজিদ প্রাঙ্গণে থাকা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলের পুলিশ। পবিত্র রমজান মাস চলার মধ্যেই বুধবার (৫ এপ্রিল) টানা দ্বিতীয় রাতে এ হামলার ঘটনা ঘটে।

পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে সংঘর্ষ শুরু হয়েছে। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির খবর, ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।

বাংলাদেশ সসয়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।