ইউক্রেনের অন্য যেকোনো জায়গার চেয়ে খারকিভ অঞ্চলে বেশি ল্যান্ডমাইন পাওয়া গেছে।
রাশিয়ান সীমান্তের কাছে উত্তর-পূর্ব ইউক্রেনের এই অংশটি গত বছর রুশ দখলে চলে যায়।
ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। রুশ সৈন্যরা খারকিভ অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দখল করে। পাশাপাশি খারকিভ শহরকেও দখল করার চেষ্টা করে।
পর গত মে মাসের তারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের লড়াইয়ে পিছিয়ে যায়। ওই সময় রাশিয়ানরা তাদের অবস্থান রক্ষা করতে এবং ইউক্রেনীয়দের ধীরগতির জন্য ল্যান্ডমাইন মোতায়েন করেছিল। হুড়োহুড়ি করে তারা চলে গেলেও, পেছনে ফেলে যায় একটি প্রাণঘাতী পায়ের ছাপ।
বালাকলিয়ার ছোট শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের পাশের জমিতে ওলেক্সান্ডার রোমানেন্টের দল ইতোমধ্যে ছয়টি অ্যান্টি-পারসনাল মাইন খুঁজে পেয়েছে।
মাইনের আঘাতে শরীরের নানা অঙ্গ হারিয়েছেন অনেকে। প্রাণহানিও হয়েছে অনেক।
কর্মকর্তাদের মতে, গত সেপ্টেম্বর থেকে শুধুমাত্র খারকিভ অঞ্চলেই অন্তত ২৭ জন নিহত এবং আরও ১১৮ জন আহত হয়েছে।
এলাকাটিতে ৫৫ হাজারেরও এর বেশি বিস্ফোরক পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমএইচএস