ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ভূমিকম্পে কাঁপল তুরস্ক। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

বৃহস্পতিবার ভোরে সিভরিস শহরের ১১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ভূমিকম্পনটি অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) এসব তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১১ দশমিক ২ কিলোমিটার গভীরে। হিন্দুস্তান টাইমস।

সিভরিস হলো তুরস্কের এলাজিগ প্রদেশের একটি শহর। স্থানীয় সময় ৪টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।  

গেল ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে দেশ দুটিতে নিহত হন ৫০ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।