ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ ইউক্রেন সফরে গেছেন। গত বছর রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর ন্যাটো মহাসচিবের এটি প্রথম কিয়েভ সফর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্টলেনবার্গ ইউক্রেন সফরে যান।
তার সফরের সময়, রয়টার্সের একজন ফটোগ্রাফার বলেছেন যে, স্টলটেনবার্গ যুদ্ধে নিহত ইউক্রেনীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত রাশিয়ান সামরিক সরঞ্জাম পর্যালোচনা করেছেন।
যুদ্ধের শুরু থেকে ন্যাটো জোট ইউক্রেনকে সমর্থন করেছে। অনেকগুলো সদস্য রাষ্ট্র ইউক্রেন বিভিন্ন সামরিক সহায়তাও প্রদান করছে।
গত বছর ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে ইউক্রেন। বিষয়টি জোটের মধ্যে হতাশা ও মতানৈক্যের জন্ম দেয়।
যদিও বেশিরভাগ মিত্ররা একমত যে ইউক্রেন এই মুহূর্তে ন্যাটোর অংশ হতে পারবে না। তবে কিছু মিত্র দেশ (পশ্চিমা) চাপ দিচ্ছেন, যেন কিয়েভকে অন্তত একটি ইঙ্গিত দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমএইচএস