ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনের জাহাজকে ভয় দেখানোর অভিযোগ চীনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
ফিলিপাইনের জাহাজকে ভয় দেখানোর অভিযোগ চীনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র চীনের ওপর ফিলিপাইনের জাহাজকে হয়রানি ও ভয় দেখানোর অভিযোগ তুলেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র বেইজিংকে দক্ষিণ চীন সাগরে উসকানি বন্ধের আহ্বান জানিয়েছে।

 

শনিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বেইজিংকে অনিরাপদ ও উসকানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানাই।  

পররাষ্ট্র দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী কিংবা সরকারি জাহাজের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবে।

বিবৃতিতে মিলার বলেন, যুক্তরাষ্ট্র নিয়মভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক আদেশ সমুন্নত রাখার ক্ষেত্রে মিত্র ফিলিপাইনের পক্ষে দাঁড়িয়েছে।  

শুক্রবার ফিলিপাইন চীনের কোস্ট গার্ডের ওপর আক্রমণাত্মক কৌশলের অভিযোগ তোলে। মূলত ফিলিপাইন-নিয়ন্ত্রিত সেকেন্ড থমাস শোলের কাছে ফিলিপাইনের কোস্ট গার্ডের টহল চলার সময় এক ঘটনার পরে ওই এই অভিযোগ সামনে আসে।

বেইজিং আন্তর্জাতিক রায় উপেক্ষা করে দক্ষিণ চীনের সাগরের প্রায় পুরোটার সার্বভৌমত্ব দাবি করে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে, ফিলিপাইনের জাহাজ চীনের অনুমতি ছাড়া অনুপ্রবেশ করেছে। চীন একে পূর্বপরিকল্পিত এবং উসকানিমূলক  পদক্ষেপ হিসেবে আখ্যা দেয়।  

ম্যানিলা বলছে, সাগরে নিজের অঞ্চলে রুটিন টহল  পূর্বপরিকল্পিত এবং উসকানিমূলক হতে পারে না। তারা বলছে এই টহল অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।