রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেকের অপেক্ষায় ব্রিটেন। যুক্তরাজ্য সময় শনিবার সকাল থেকে এই রাজ্যাভিষেক শুরু হবে।
সত্তর বছরের মধ্যে প্রথম কোন রাজ্যাভিষেক ঘিরে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্টকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
রাজার বাহন যে পথে যাবে, বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে সেখানে এরইমধ্যে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা।
বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকছে ব্যাপক নিরাপত্তা। একইসঙ্গে রাজতন্ত্রের বিপক্ষে প্রতিবাদ করার ঘোষণাও এসেছে।
অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার ৩০০ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছেছেন।
সত্তর বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়।
চার্লস যুক্তরাজ্য ও আরও ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।
অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনা করা হয়। ৪০তম এই অভিষেক ১০৬৬ সালের পর আবারো ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
আরএইচ