ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুতে রাশিয়ার ফসফরাস বোমা হামলা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ৬, ২০২৩
বাখমুতে রাশিয়ার ফসফরাস বোমা হামলা! ছবি: সংগৃহীত

বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন ফুটেজে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা বাখমুত শহরের আকাশে বৃষ্টির মতো সাদা ফসফরাসের অস্তিত্ব।

আন্তর্জাতিকভাবে সাদা ফসফরাস ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু বেসামরিক অঞ্চলে এর ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

এটি দ্রুত বাতাসে প্রজ্জ্বলিত হয়, যা নেভানো খুব কঠিন। রাশিয়ার বিরুদ্ধে আগেও ফসফরাস ব্যবহারের অভিযোগ রয়েছে।

রাশিয়া কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে। পশ্চিমা কর্মকর্তাদের হিসাবে, বাখমুতে যুদ্ধে রুশ বাহিনীর হাজার হাজার সেনা সদস্য নিহত হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে লিখেছে, মস্কোর হামলার লক্ষ্যবস্তু ছিল অগ্নিসংযোগকারী গোলা-বারুদসহ বাখমুতের অদখলকৃত এলাকা।

সাদা ফসফরাস একটি মোমের মতো পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে ও ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি করে।

এটি ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলে ও মানুষের মাংস মুহূর্তে পুড়িয়ে দেয়। এটি অত্যন্ত আঠালো ও অপসারণ করা কঠিন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।