ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রজাপতির নাম ‘লর্ড অব রিং’ এর খলনায়কের নামে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
প্রজাপতির নাম ‘লর্ড অব রিং’ এর খলনায়কের নামে

বিজ্ঞানীরা নতুন প্রজাপতির নতুন একটি গণের নামকরণ করেছেন লর্ড অব রিংস উপন্যাসের খলনায়ক সাউরনের নামানুসারে।

এই ধরনের প্রজাপতির ডানায় হলদে অংশের ওপর রয়েছে কালো রিং।

এসব রিং মনে করিয়ে দেয় টলকিনের বইয়ের তাকিয়ে থাকা চোখগুলোর কথা মনে করিয়ে দেয়। আর বিজ্ঞানীরা তাই এই প্রজাপতির গণের নাম দিয়েছেন সাউরনা।

লন্ডনের ন্যাচরাল হিস্টোরি মিউজিয়াম আশা করছে, এই অস্বাভাবিক নাম এই গণের প্রজাতির প্রতি আগ্রহ তৈরি করবে এবং আরও গবেষণায় সাহায্য করবে।

নতুন সাউরনা গণে দুটি নতুন প্রজাতির প্রজাপতি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজাতি দুটির বৈজ্ঞানিক নাম  সাউরনা ট্রায়াঙ্গুলার ও সাউরনা অরিগেরা। এরাই এই গণের প্রথম দুই প্রজাতি। এতে আরও প্রজাতি অন্তর্ভুক্ত হবে আশা করা হচ্ছে।

মিউজিয়ামের প্রজাপতিগুলোর কিউরেটর ড. ব্লাঙ্কা হিউরটাস নতুন এই গণের নামটি বেছে নেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।