গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গোতে চলতি সপ্তাহে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে। দক্ষিণ কিভ প্রদেশের গভর্নর এনজিওয়াবিদজে কাসি এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার ১৭৬ জনের প্রাণহানি ঘটে বলে জানা যায়। অনেকে নিখোঁজ হন। উদ্ধারকর্মীরা অনেকের মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে বন্যায় নদীর তীর ভেঙে পড়লে ২০৫ জন লোক গুরুতর আহত হন। এই ঘটনায় নিখোঁজ হন ১৬৭ জন।
কাসি রয়টার্সের সাংবাদিককে এক বার্তায় সোমবার বলেন, প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। তিনি এর বেশি কিছু জানাননি।
প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং মন্ত্রীদের একটি দলকে তিনি বন্যাক্রান্ত স্থলে পাঠান মানবিক সহায়তা সমন্বয় ও দুর্যোগ ব্যবস্থাপনায়। সরকারকের মুখপাত্র প্যাটট্রিক মুয়াইয়া এ কথা বলেন।
চলতি বর্ষা মৌসুম কিভু অঞ্চলে মে মাসের শেষ পর্যন্ত স্থায়ী হবে।
বন্যায় পার্শবর্তী রুয়ান্ডায় অন্তত ১৩১ জনের প্রাণহানি ঘটেছে। হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
শনিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ৮, ২০২৩
আরএইচ