ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার শপথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ২০, ২০২৩
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার শপথ

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া। আর উপ-মুখ্যমন্ত্রী হিসেব শপথ নিলেন ডিকে শিবকুমার।

খবর এনডিটিভি।  

শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সিদ্দারামাইয়া।  

বিরোধী দলের নেতাদের মধ্যে আমন্ত্রিত ছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।  

১৩৫টি আসনে জিতে কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও সিদ্দারামাইয়া বনাম ডিকে-র দ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস।

কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়া এই আবহে দিল্লিতে থেকে দফায় দফায় বৈঠক করেন হাইকমান্ডের সঙ্গে। অবশেষে সিদ্দারামাইয়াকেই মুখ্যমন্ত্রী করল কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।