ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চুরি যাওয়া কয়েকশ প্রত্নসামগ্রী ফিরে পেল গ্রিস 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ২১, ২০২৩
চুরি যাওয়া কয়েকশ প্রত্নসামগ্রী ফিরে পেল গ্রিস 

আলেকজান্ডার দ্য গ্রেটের দ্বিতীয় শতাব্দীর একটি ব্রোঞ্জের মূর্তিসহ চুরি হয়ে যাওয়া বেশ কিছু প্রত্নসামগ্রী উদ্ধার করেছে গ্রিস।  

কর্মকর্তারা বলছেন, ব্রিটিশ প্রত্নসামগ্রী ব্যবসায়ীর এক কোম্পানির সঙ্গে আইনি লড়াইয়ের পর এসব উদ্ধার করা হয়েছে।

খবর বিবিসি

রবিন সাইমস অবৈধ ব্যবসায়ীদের নেটওয়ার্কের অংশ হিসাবে হাজার হাজার টুকরা সংগ্রহ করেছিল।

অবৈধ ব্যবসায়ীদের নেটওয়ার্কের অংশ হিসেবে রবিন সাইমসের কাছে কয়েক হাজার প্রত্নবস্তু জমা ছিল।

জাদুঘর থেকে লুট হয়ে যাওয়া এবং বিশ্বব্যাপী ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রত্নসামগ্রী উদ্ধারের জন্য গ্রিস বছরের পর বছর ধরে লড়াই করে আসছিল।

গেল শুক্রবার গ্রিসের সংস্কৃতিমন্ত্রী লিনা মেনডোনি ঘোষণা দেন, ১৭ বছর ধরে আইনি লড়াইয়ের পর সাইমসের কাছ থেকে ৩৫১টি প্রত্নসামগ্রী উদ্ধার করা হয়েছে।

২০১৬ সালে ইতালীয় ও সুইস পুলিশ যে প্রত্নসামগ্রীগুলো উদ্ধার করেছিল, তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেই সম্পর্কে কিছু বলেননি মেনডোনি।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।