ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়িতে মিলল তিমির ১৮ কেজি বমি, দাম ৪১ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ২১, ২০২৩
গাড়িতে মিলল তিমির ১৮ কেজি বমি, দাম ৪১ কোটি টাকা তিমি। প্রতীকী ছবি

ভারতের তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিন উপকূলে তল্লাশি চালিয়ে তিমির বমি পাচারকারী একটি চক্রের পাঁচজন সদস্যকে ধরতে সক্ষম হয়েছে সেখানের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

এসময় তাদের কাছ থেকে তিমির ১৮ কেজি ১০০ গ্রাম বমি জব্দ করা হয়, যার বর্তমান বাজারদর বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি ৮৮ লাখ ৪২ হাজার টাকা!

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মে তুতিকোরিনের হারবার বিচ উপকূলের কাছে লোকজন নিয়ে একটি গাড়ি আটকায় রাজস্ব দপ্তরের কর্মকর্তারা।

ওই গাড়ির সামনের সিটে তল্লাশি করে ১৮.১  কেজি তিমি বমি জব্দ করা হয়। এসময় পাচারকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বমির এ চালান আটক করা গেলেও এগুলো কোথায় পাচার হচ্ছিল সে বিষয়টি জানতে পারেনি ডিআরআইয়ের কর্মকর্তারা।

এ বিষয়ে গ্রেপ্তাররা এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তবে তুতিকোরিন উপকূলে থেকে প্রায়ই তিমির বমি পাচার হয় বলে জানিয়েছেন তারা।  

বসে নেই ডিআরআই। তদন্ত করে তারা জানার চেষ্টা করছেন, তিমির বমি পাচারে তুতিকোরিন উপকূলে আর কয়টি চক্র জড়িত, তারা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছেন আর এই বমি কোথায় কোথায় পাচার করা হয়।  

এসব প্রশ্নের জবাব জানতে আর এই ধরনের পাচার রুখতে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিআরআই দপ্তরের কর্মকর্তারা।

তারা জানিয়েছেন,  গত দুই বছরে ৪০ কেজি বমি উদ্ধার করেছে রাজস্ব দপ্তর, যার আন্তর্জাতিক বাজারদর ৫৪ কোটি রুপি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, তিমির বমিকে ‘অ্যাম্বারগ্রিস’ বলা হয়ে থাকে। ‘স্পার্ম হোয়েলে’ বমির দাম আন্তর্জাতিক বাজারে বিপুল। এর চাহিদাও প্রচুর। ভারতের ১৯৭২ সালের বন্য প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী সংরক্ষিত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রজাতির তিমিকে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ