ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্লেন অবতরণের সময় ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দিলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
প্লেন অবতরণের সময় ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দিলেন যাত্রী

দক্ষিণ কোরিয়ায় প্লেন অবতরণের সময় ‘ইমার্জেন্সি ডোর’ খোলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (২৬ মে) দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ানা এয়ারলাইন্সের ওজেড-২১২৪ ফ্লাইটটি অবতরণের সময় এক যাত্রী প্লেনের ‘ইমার্জেন্সি ডোর’ খুলে ফেলেন। ফ্লাইটটিতে ১৯৪ জন যাত্রী ছিলেন।

ফ্লাইটটি নিরাপদে অবতরণ করলেও এতে থাকা বেশি কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সম্মুখীন হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, এশিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার জেজু দ্বীপ থেকে উড্ডয়ন করেছিল। প্লেন অবতরণের পর ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক যাত্রীর ভিডিওতে দেখা গেছে, প্লেনের ভেতরে ব্যাপক বাতাস বয়ে যাচ্ছে।

এশিয়ানা এয়ারলাইন্স জানিয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।