ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে নারীদের কারাগারে সহিংসতায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ২১, ২০২৩
হন্ডুরাসে নারীদের কারাগারে সহিংসতায় নিহত ৪১

হন্ডুরাসে নারীদের একটি কারাগারে সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী অপরাধী দলের মধ্যে সংঘর্ষের পর এক পক্ষ একটি সেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটলেও গুলিতেও কয়েকজন বন্দি নিহত হয়েছেন।

কারাগারের ভেতরে বন্দিরা কীভাবে স্বয়ংক্রিয় অস্ত্র ও ছুরি পেয়েছিল তা শনাক্তে তদন্ত চলছে।

হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘নারীদের অবিশ্বাস্য এই হত্যাকাণ্ডে’ তিনি স্তম্ভিত হয়েছেন আর এর প্রতিক্রিয়ায় ‘কঠোর ব্যবস্থা’ নেবেন।   

দুর্নীতি ও অপরাধী দলগুলোর সহিংসতার জন্য হন্ডুরাস পরিচিত। সরকারি প্রতিষ্ঠানগুলোতেও এসব অপরাধ ছড়িয়ে পড়েছে আর তাতে দেশজুড়ে হত্যাকাণ্ডের হার বেড়ে গেছে।  

প্রতিবেশী এল সালভাদর ও গুয়াতেমালার পাশাপাশি হন্ডুরাস দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে কোকেন চোরাচালানের অন্যতম প্রধান রুট।
 
হন্ডুরাসে প্রাণঘাতী কারাদাঙ্গার মতো ইতিহাস আছে। ২০১৯ সালে দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর শহর তেলার কারাগারে অপরাধী দলগুলোর সহিংসতায় অন্তত ১৮ জন নিহত হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।