ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে লেপার্ড ট্যাংক ধ্বংস করায় রুশ সেনা পুরস্কৃত

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ইউক্রেনে লেপার্ড ট্যাংক ধ্বংস করায় রুশ সেনা পুরস্কৃত

ইউক্রেনে বিশেষ অপারেশন জোনে লেপার্ড ট্যাংক ধ্বংস করায় এক রুশ সেনাকে পুরস্কৃত করেছেন রাশিয়ান গায়ক ও গীতিকার গ্রিগরি লেপস। তিনি পুরস্কার হিসেবে ওই সেনাকে ১০ লাখ রুবল (১১ হাজার ২৮৫ ডলার) দিয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে লেপস লিখেছেন, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ওই রুশ সেনা তাকে ধন্যবাদ জানিয়েছেন।

রাশিয়ান সার্ভিসম্যান নিশ্চিত করেছেন যে, ওই সেনা আর্থিক পুরস্কারটি পেয়েছেন।

জুনের শেষের দিকে সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালে এই পুরস্কার হস্তান্তর করা হয়। পশ্চিমা তৈরি সাঁজোয়া যুদ্ধ যান নিশ্চিহ্ন করার জন্য সৈন্যদের পুরস্কার দেওয়ার উদ্যোগটি জেমলিয়ান রক ব্যান্ডের প্রযোজক এবং প্রতিষ্ঠাতা ভ্লাদিমির কিসেলিভের।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।