ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রেটা থুনবার্গকে বিক্ষোভ থেকে সরিয়ে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জুলাই ২৫, ২০২৩
গ্রেটা থুনবার্গকে বিক্ষোভ থেকে সরিয়ে দিল পুলিশ

সুইডেনের একটি আদালত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে জরিমানা করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে বিক্ষোভ থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। সড়ক আটকে বিক্ষোভ করছিলেন তিনি।

 

গেল জুন মাসে এক কর্মসূচিতে পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার থুনবার্গকে জরিমানা করা হয়।  

২০ বছর বয়সী থুনবার্গ পুলিশের আদেশ অমান্য করার অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ২ হাজার ৫০০ সুইডিশ ক্রোনা (২৪০ ডলার বা ১৮৭ ইউরো) জরিমানার আদেশ দেওয়া হয়।

দুটি কর্মসূচিতেই, থুনবার্গ বিক্ষোভকারীদের একটি দলের অংশ ছিলেন, যারা মালমো বন্দরে তেল ট্রাকের রাস্তা অবরোধ করেছিল।

আদালতের বাইরে থুনবার্গ বলেন, ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখা ছাড়া কোনো বিকল্প নেই। খবর বিবিসি

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।