ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাস্টিন ট্রুডো-সোফির বিবাহবিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
জাস্টিন ট্রুডো-সোফির বিবাহবিচ্ছেদ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) এবং তার স্ত্রী সোফি (৪৮) বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বুধবার ট্রুডোর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

ট্রুডো ও সোফি বিচ্ছেদ সংক্রান্ত একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর ফলে তাদের ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

পৃথক হওয়ার সিদ্ধান্তের বিষয়ে সমস্ত আইনি ও নৈতিক পদক্ষেপ নিশ্চিত করার জন্য ট্রুডো ও সোফি কাজ করেছেন ও করে যাবেন বলে জানিয়েছে ট্রুডোর কার্যালয় সূত্র।

সূত্রটি আরও জানায়, এরপরও তারা একটি ঘনিষ্ঠ পরিবার। সোফি ও প্রধানমন্ত্রী তাদের বাচ্চাদের একটি নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশে লালনপালনের দিকে মনোযোগ দিচ্ছেন। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ছুটি তাদের পরিবার একসঙ্গেই কাটাবে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।