ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮, চালক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮, চালক আটক

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আহতদের উদ্ধার করে 
স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোর একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির বেশিরভাগই বিদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

রয়টার্স বলছে, উত্তর সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বাসটিতে ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিলেন।

বাস চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে নয়ারিত রাজ্য সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রাস্তার বাঁকে দ্রুত গতিতে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা বলেছেন, মরদেহগুলোর পরিচয় জানার চেষ্টা চলছে।

আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।