ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা

অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, নিহতরা হামলার পরিকল্পনা করছিল।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার সৈন্যরা একটি গাড়িতে গুলি চালিয়ে এতে থাকা তিন যাত্রীকে হত্যা করেছে। খবর আল জাজিরা।

এতে বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবির থেকে সন্ত্রাসীদের বহন করা একটি গাড়ি চিহ্নিত করা হয়েছিল। পরে এতে হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে একজনের নাম নায়েফ আবু সুইক (২৬)। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তিনি জেনিন শরণার্থী শিবিরের একজন ‘নেতৃস্থানীয় সামরিক অপারেটিভ’।

সেনাবাহিনী বলেছে, নায়েফ আবু সুইক ‘ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও গাজা উপত্যকায় সন্ত্রাসীদের পরিচালিত সামরিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন’।

কুদস নিউজ নেটওয়ার্কের জানিয়েছে, গাড়িটিতে শতাধিক গুলি করা হয়।

এদিকে এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাস গাজার একজন মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এই মৃত্যুগুলোর শাস্তি (ইসরায়েলকে) পেতে হবে।

তিনি এক বিবৃতিতে বলেন, শত্রু আমাদের তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের এই অপরাধের মূল্য পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ