ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
পশ্চিমতীরের সব গভর্নরকে বরখাস্ত করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিন অধিকৃত পশ্চিমতীরের প্রায় সব গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিন প্রশাসনের আওতাধীন আট প্রদেশের গভর্নরদের বরখাস্ত করে একটি ডিক্রিতে সই করেছেন আব্বাস।

বরখাস্ত করা গভর্নরদের মধ্যে নাবলুস, জেনিন ও তুলকারেমের গভর্নর রয়েছেন। তবে রাজধানী রামাল্লাসহ তিনটি প্রদেশের গভর্নর তাদের দায়িত্বে বহাল রয়েছেন। বরখাস্ত করা গভর্নরদের জায়গায় নতুন গভর্নর নিয়োগের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে ইতোমধ্যে।

রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনিদের পরিবর্তনের লক্ষ্যে আব্বাস এ পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। তবে আব্বাসের এমন পদক্ষেপে ক্ষুব্ধ স্থানীয়দের অনেকেই।  

বরখাস্ত করা গভর্নরদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, তারা স্থানীয় মিডিয়া থেকে তাদের বরখাস্তের বিষয়ে জানতে পেরেছেন।

জেনিনের পূর্ববর্তী গভর্নর আকরাম রাজউব কুদস নিউজ নেটওয়ার্ককে বলেন, ‘আমাকে অবসর নেওয়ার জন্য রেফারেল সম্পর্কে আগে জানানো হয়নি, এবং আমি মিডিয়া থেকে সিদ্ধান্ত সম্পর্কে জেনেছি। ’

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।