ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
মালয়েশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১০

মালয়েশিয়ার সেলানগর প্রদেশের এলমিনা শহরে বিচক্রাফট মডেল-৩৯০ এর একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্তম হয়ে অন্তত ১০ জন মারা গেছেন

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান জানিয়েছেন।  

বিমানটি দুপুর ২টা ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের কথা ছিল ছোট এই বিমানের। খবর রয়টার্স ।  

২টা ৪৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেয় । দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়ছে, দুপুর ২টা ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন। বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনও জরুরি কল করেননি।

সেলানগর পুলিশ জানিয়েছে বিমানটি এলমিনা শহরের একটি সড়কে বিধ্বস্ত হয়েছে।  বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও মারা গেছেন।

বাংলাদেশ  সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।