ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইফেল টাওয়ার থেকে লাফিয়ে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আইফেল টাওয়ার থেকে লাফিয়ে গ্রেপ্তার

আইফেল টাওয়ার থেকে প্যারাস্যুটে লাফ দিয়ে বৃহস্পতিবার এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। পুলিশ ও মনুমেন্ট অপারেটর এ তথ্য দিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি একজন অভিজ্ঞ পর্বতারোহী। আনুষ্ঠানিকভাবেই খোলার আগেই স্থানীয় সময় সকাল ৫টায় তিনি টাওয়ার পরিধিতে প্রবেশ করেন।

সাইট অপারেটর সেটের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দ্রুতই প্রহরীদের চোখে শনাক্ত হয়ে যান। তবে তাকে কেউ ধরার আগেই ব্যাকপ্যাকে প্যারাস্যুট নিয়ে চূড়ায় উঠে পড়েন।  

৩৩০ মিটার এই কাঠামোর শীর্ষের কাছে উঠে তিনি লাফ দেন।  

তিনি কাছের একটি স্টেডিয়ামে গিয়ে পড়েন, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, অন্যদের জীবন বিপদে ফেলে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সেটে এক বিবৃতিতে জানায়, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ টাওয়ারের নিচে বা নিচে কাজ করা লোকজনকে বিপদে ফেলে।  

আইফেল টাওয়ার ফরাসি রাজধানীর শীর্ষ পর্যটন স্পট, যা ২০২২ সালে ৫ দশমিক ৯ মিলিয়ন দর্শনার্থী টেনেছিল।

স্বাভাবিকভাবে টাওয়ারটি সকাল ৯টায় খুলে দেওয়া হয়। এই ঘটনার জন্য তা কিছুটা বিলম্বিত হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে একটি অপরাধের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে।

গত সপ্তাহে, বোমা সতর্কতায় আইফেল টাওয়ার একই দিনে দুবার ফাঁকা করা হয়েছিল।

সোমবার দুই মদ্যপ আমেরিকান পর্যটককে টাওয়ারে ঘুমাতে দেখা যায়, যারা রাতের নিরাপত্তাকর্মীদের এড়িয়ে চলে গিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩ 
আরইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।