ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে ফুটবল ভক্তদের বহনকারী বাস খাদে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ব্রাজিলে ফুটবল ভক্তদের বহনকারী বাস খাদে, নিহত ৭ ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল দল করিন্থিয়ান্সের ভক্তদের বহনকারী একটি বাস রোববার (২০ আগস্ট) বেলো হরিজন্তে শহরে বিধ্বস্ত হয়েছে। ফুটবল ম্যাচ দেখে ভক্তদের নিয়ে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

এতে কমপক্ষে ৭ ফুটবল ভক্ত নিহত এবং ৩৬ জন আহত হয়।

ব্রাজিলের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত সাতজন গাভিওস দা ফিয়েল নামে কোরিন্থিয়ানদের সমর্থকদের একটি ক্লাবের সদস্য।

সমর্থকরা শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা দেখতে উত্তর-পূর্ব সাও পাওলো রাজ্যের তাউবাত শহরে যায়। ওই খেলায় ক্রুজেইরোর সঙ্গে তাদের দল ১-১ গোলে ড্র করে।

যাত্রীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বাসটি তার ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে অন্য বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে যায়।

করিন্থিয়ানস বিবৃতিতে বলেছে, বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

ব্রাজিলের অন্যান্য ক্লাবগুলোও এ দুর্ঘটনার জন্য তাদের দুঃখ প্রকাশ করেছে। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি নিজেও ক্লাবের একজন ভক্ত।

সূত্র: এপি

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।