ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন উন্মোচন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন উন্মোচন ইরানের

ইরান মোহাজের -১০ নামে একটি নতুন ড্রোন উন্মোচন করেছে। দেশটির দাবি, তাদের উদ্ভাবিত এ ড্রোন ইসরাইলে আঘাত হানতে সক্ষম।

মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রদর্শনীর অংশ হিসেবে মোহাজের-১০ উন্মোচন করা হয়।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির সেনাবাহনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড্রোনটি ২৪ ঘণ্টা অবিরাম উড়তে সক্ষম। মঙ্গলবার (২২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

ড্রোনটি ৭ হাজার মিটার পর্যন্ত উচ্চতায় উড়তে পারে। সেই সঙ্গে ৩০০ কেজি পর্যন্ত বহনে সক্ষম।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ বলেছে, ৪৫০ লিটার ধারণক্ষমতার জ্বালানি নিয়ে ড্রোনটি প্রতি ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে উড়তে পারে। ড্রোনটি ক্ষেপণাস্ত্র বোমা এবং হ্যান্ড গ্রেনেড বহনে সক্ষম। এটি ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা সরঞ্জামাদি বহনেও সক্ষম।

ইরানের প্রেসিডেন্ট রাইসি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইরানের সামরিক অগ্রগতি এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে তেহরানকে যেভাবে দেখা হয় তা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে।

এর আগে ইরানের সামরিক বিজ্ঞানীরা হাইপারসনিক গতিতে পৌঁছানোর জন্য ডিজাইন করা একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন বলে দাবি করেন।

আইআরএনএ’র মতে, এ ক্ষেপণাস্ত্র, ইরানের নির্দেশিত ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্মের অংশ, ইরানের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি নতুন অগ্রগতি হিসেবে চিহ্নিত করবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে, ইরান আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষতার অবস্থান নিয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। কিন্তু দেশটি রাশিয়ান বাহিনীকে ড্রোন সরবরাহ করছে, যা রাশিয়ান সামরিক বাহিনী সক্রিয়ভাবে ইউক্রেনে ব্যবহার করছে।

আনুষ্ঠানিকভাবে, ইরান অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ানরা ইরানী শাহেদ ড্রোনগুলোতে গেরান-২ নাম দিয়ে তথ্য গোপন করার চেষ্টা করেছে।

এপ্রিলের শেষের দিকে, ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে ইরান গত ছয় মাসে রাশিয়াকে ৩ লাখেরও বেশি আর্টিলারি শেল এবং প্রায় এক মিলিয়ন রাউন্ড গোলাবারুদ সরবরাহ করেছে।

অস্ত্রের বিনিময়ে রাশিয়া ইরানকে সাইবার অস্ত্র, পশ্চিমা অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে সহায়তা দিয়েছে বলে জানা গেছে। বর্তমানে ড্রোনের উপাদান ইরান থেকে সরবরাহ করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।