ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খ্রিস্টান ধর্মযাজকের ডাকা বিক্ষোভে গুলিতে নিহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
খ্রিস্টান ধর্মযাজকের ডাকা বিক্ষোভে গুলিতে নিহত ৭ 

হাইতির রাজধানী পোর্ট-অব প্রিন্সে খ্রিস্টান ধর্মযাজকের ডাকা এক বিক্ষোভে গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে।

স্থানীয় মানবাধিকার সংগঠন সিএআরডিএইচ এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম অবশ্য বলছে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সিএআরডিএইচের পরিচালক গিদিওন জিন বলেন, চূড়ান্ত সংখ্যা বাড়তে পারে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকজন অপহৃত হয়েছেন।

এক্সে (আগে টুইটার নামে পরিচিত) শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শতাধিক লোক জমায়েত হন। তাদের অনেকের গায়ে ছিল হলুদ রঙের শার্ট। তারা কানানের দিকে যাচ্ছিলেন। তাদের হাতে ছিল লাঠিসোঁটা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অযাচাইকৃত এক ভিডিওতে দেখা যায়, লোকজন সড়কে গুলিবিদ্ধ হয়েছেন। মরদেহ পড়ে আছে।  ভিডিওতে কয়েকজনকে কথা বলতে দেখা গেছে। তাদের জিম্মি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।  

লোকেদের ভাষ্য, তারা ভেবেছিলেন, এটি হয়তো শান্তিপূর্ণ মিছিল হবে। কোনো গ্যাংকে নেওয়ার বিষয়ে তাদের ধারণা ছিল না।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।